দেশ বিভাগে ফিরে যান

নোটবন্দির পর নাম বদলের জন্য লাইন দেবে ইন্ডিয়া

সেপ্টেম্বর 6, 2023 | < 1 min read

Image – IndiaSpend

‘ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া’ র পাশাপাশি পাসপোর্ট, আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড থেকে ‘ইন্ডিয়া’ নাম ছেঁটে ফেলা হতে পারে। একই নিয়ম মেনে সশস্ত্র বাহিনীর তিন শাখারও অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্সের ও ভবিষ্যৎ অনিশ্চিত।

অথচ নরেন্দ্র মোদী যে ইন্ডিয়াকে মুছে দিতে চাইছেন, তিনি কিন্তু এতদিন ওনার সাধের ‘মেক ইন ইন্ডিয়া’র কোটি কোটি টাকার প্রচার করেছিলেন। আরএসএস এর দাবি মেনে যদি সত্যিই ইন্ডিয়া নাম ছেঁটে ফেলতে হয় তাহলে সংবিধান কে সংশোধন করতে হবে। তবে নাম বদলের প্রয়োজন কেন? সেই বিষয় নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে।

এই নাম ছেঁটে ফেলার দীর্ঘ এবং ব্যয়সাধ্য প্রক্রিয়া চালাতে কতদিন লাগবে এবং কত টাকা খরচ হবে তা নিয়ে কেন্দ্রীয় সরকার কিছুই বলতে পারছে না। তাই জনগণের সাধারণ প্রশ্ন, নোটবন্দির পর নামবদলের জন্য আবারও কি লাইন দিতে হবে গোটা ইন্ডিয়াকে?

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দুবছর পর টেস্টে ফিরেই সেঞ্চুরি পন্থের, শতরান গিলেরও
FacebookWhatsAppEmailShare
মোদী’র তথ্যপ্রযুক্তি আইনকে ‘অসাংবিধানিক’ রায় বোম্বে হাইকোর্টের
FacebookWhatsAppEmailShare
‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare