NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলায় জোর তৃণমূলের, তৈরি হল তিনটি পৃথক কমিটি

নভেম্বর 26, 2024 < 1 min read

দলবিরোধী কাজ করলে আর কাউকে রেয়াত নয়। প্রথমে শোকজ। তারপর সাসপেন্ড। কোন কমিটি কীভাবে ব্যবস্থা নেবে, কারা সদস্য, সেই সব বিষয়েই সোমবার আলোচনা হল কর্মসমিতির বৈঠকে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষনেতৃত্ব। বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাইরে এসে জানান, তিনটি শৃঙ্খলারক্ষা কমিটি থাকবে।সেই কমিটির সদস্যদের নামও এদিন প্রকাশ করা হয়েছে।সংসদ, বিধানসভা ও দলীয় স্তরের শৃঙ্খলারক্ষার উদ্দেশে এই কমিটি গঠন করা হয়েছে।

তিনটি পৃথক কমিটি থেকে তিনটি চিঠি গেলে, সংশ্লিষ্ট নেতাকে সাসপেন্ড করা হবে। বৈঠকে তেমনটা বলেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি কমিটির ক্ষেত্রেই খুব জোর দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হয়েছে, এই তিন কমিটি থেকে কোনও শোকজ নোটিস দেওয়া হলে উত্তর দিতে হবে। তিনটি নোটিস গেলে, সেই সদস্যকে সাসপেন্ড করা হবে।

এদিনের বৈঠকে মমতা অভিষেকের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজেশ ত্রিপাঠি, সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস, অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, সুস্মিতা দেব, গৌতম দেব, মলয় ঘটক, অনুব্রত মণ্ডল, বীরবাহা হাঁসদা, বুলুচিক বরাইক, অসীমা পাত্র-প্রমুখেরা।সংসদের জন্য গঠিত কমিটিতে থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়, ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাদিমুল হক।

বিধানসভার জন্য তৈরি করা কমিটিতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। দলীয় স্তরের জন্য থাকা কমিটিতে থাকছেন সুব্রত বকসী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

‘অপরাজিতা’ বিলকে আইনে পরিণত করার দাবিতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হবে তৃণমূল

FacebookWhatsAppEmailShare

শীতের মুখে ফের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি, সপ্তাহান্তে বর্ষণের সম্ভাবনা একাধিক জেলায়

FacebookWhatsAppEmailShare

হেমন্তের শপথে রাঁচি যাচ্ছেন মমতা

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...