খেলাধুলা বিভাগে ফিরে যান

বয়স শুধুই সংখ্যা মাত্র, ৫৮ বছর বয়সে অলিম্পিকে অভিষেক হল তানিয়া জেংয়ের

আগস্ট 1, 2024 | < 1 min read

৫৮ বয়সের বহু আগেই খেলোয়াড়েরা অবসর নিয়ে নেন। সাধারণ মানুষও এই বয়সে চলে আসেন অবসর জীবনের দোরগোড়ায়। শেষ জীবনে এসে নতুন করে শুরু করার স্বপ্ন ক’জন দেখেন? কিন্তু এমনই এক কীর্তি স্থাপন করলেন চিলির টেবিল টেনিস তারকা। তানিয়া জ়েংয়ের অলিম্পিক্স অভিষেক হল ৫৮ বছর বয়সে। প্যারিসে নিজের প্রথম অলিম্পিক্স খেলছেন তিনি। গেমস ভিলেজে তাঁকে নিয়ে চলছে আলোচনা।

তানিয়া আদতে চিনের খেলোয়াড়। ১৯৮৯ সালে তিনি দেশ ছাড়েন। তখন বয়স ছিল ২৩। চলে যান দক্ষিণ আমেরিকার চিলিতে। সেখানে টেবল টেনিস কোচের চাকরি নিয়ে যান। পাশাপাশি নিজের খেলাও চালিয়ে গিয়েছেন।তানিয়া বলেছেন, ‘কোনওদিন অলিম্পিকে নামার স্বপ্ন দেখিনি। বিনোদনের জন্য খেলতাম। অলিম্পিকের যোগ্যতা অর্জন করা আমার কাছে স্বপ্ন সফল হওয়া। এই বয়সে অলিম্পিকে অংশ নিতে পেরে খুবই খুশি।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি২০ সিরিজ়ের দল ঘোষিত
FacebookWhatsAppEmailShare
ঋষভ পন্থের মতন ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে তরুণ ভারতীয় ক্রিকেটার
FacebookWhatsAppEmailShare
আইপিএল নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত বিসিসিআইয়ের
FacebookWhatsAppEmailShare