দ্বিতীয় ‘হোম গ্রাউন্ড’ পাচ্ছে কেকেআর! ইডেন ছেড়ে কোন রাজ্যে খেলবে?
আগামী বছর ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সব ম্যাচ নাও হতে পারে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে তেমনই দাবি। এই আবহে কেকেআরের দ্বিতীয় হোম গ্রাউন্ড তৈরি করতে তৎপর পড়শি রাজ্য। ২০২৬ সালে ভারতে হবে টি২০ বিশ্বকাপের আসর। তার আগে ভোলবদল হতে পারে ইডেনের। আর সে কারণেই ইডেনে কেকেআরের সব ম্যাচ হওয়া নিয়ে সংশয় দেখা দিল।কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ফলে রীতি মেনে আইপিএলের উদ্বোধন ও উদ্বোধনী ম্যাচ কলকাতারই পাওয়ার কথা। সেই সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। যদিও সেই রীতিতে এবার বদল আনার সম্ভাবনা। সেটা হতে পারে সিএবির সিদ্ধান্তের কারণেই। এখনও সরকারিভাবে এই বিষয়ে বিসিসিআই বা সিএবির কেউ কিছু জানাননি।
তবে উদ্বোধনী ম্যাচ বা উদ্বোধনী অনুষ্ঠান ইডেনে হলেও ফাইনাল হওয়ার সম্ভাবনা কম। তার কারণ, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের জন্য ইডেনে দুটি নতুন ড্রেসিংরুম তৈরির পাশাপাশি দর্শকাসন বাড়ানোর পরিকল্পনা রয়েছে সিএবির।পরের বছর ত্রিপুরার আগরতলার নরসিংহগড়ের স্টেডিয়ামে খেলতে পারে কেকেআর। ত্রিপুরা ক্রিকেট সংস্থার (টিসিএ) এক কর্তা এ কথা জানিয়েছেন।২০১৭ সাল থেকে নরসিংহগড়ে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির কাজ চলছে। আনুমানিক ১৮৫ কোটি টাকা খরচ হচ্ছে বলে জানা গিয়েছে। তবে স্টেডিয়াম তৈরির কাজ এখনও শেষ হয়নি। যদিও সেটি আগামী বছরের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশাবাদী এক কর্তা।টিসিএ সচিব সুব্রত দে সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, “রাজধানীর মাঝে নরসিংহগড়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে কিছু দিন আগেই ঘুরে গিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। উনি জানিয়েছেন, পরের বছর ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়াম তৈরির কাজ শেষ হয়ে গেলে সেটি কেকেআরের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসাবে ধরা হবে। না হলে অন্য কোনও রাজ্যের কথা ভাবা হবে।”