দুর্গাপুজোয় বই বিক্রিতেও আবারো শূন্য সিপিএম
অক্টোবর 18, 2024 < 1 min read
পুজোর কদিন রাজ্যজুড়ে সিপিএমের বুক স্টলে ভিড় হল না আমজনতার। ক্যাডার পরিবেষ্টিত হয়েই রইল স্টলগুলি। আর জি কর কাণ্ডের আবহে বুক স্টলগুলি এবার অন্য মাত্রা পাবে বলে আশা ছিল আলিমুদ্দিনের। কিন্তু পার্টির কর্মী, সমর্থক ছাড়া বই কেনায় আমজনতার কোনও আগ্রহ দেখা যায়নি বলেই খবর। সিপিএম সিদ্ধান্ত নিয়েছিল, রাজ্যজুড়ে তাদের বইয়ের স্টলে চলবে আর জি কর কাণ্ডের প্রতিবাদও।
কিন্তু দু,একটি স্টল ছাড়া প্রতিবাদের ছবি সেভাবে কোথাও দেখা যায়নি। পাশাপাশি বুকস্টলগুলির প্রতি আমজনতার কোনও টানও ছিল না।এবছর দুর্গাপুজোর উৎসবে রাজ্যজুড়ে ১২০০টিরও বেশি স্টল দিয়েছিল সিপিএম।বুক স্টলে স্থানীয় নেতৃত্ব থাকলেও সেই স্টল নিয়ে পুজোয় সাধারণ দর্শনার্থীদের কোনও উৎসাহই ছিল না। দলীয় সূত্রে খবর, এবছর বুকস্টলগুলিতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বইয়ের বিশেষ চাহিদা ছিল।এখনও পর্যন্ত কত বই বিক্রি হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব জেলাগুলি থেকে রাজ্য নেতৃত্বের হাতে আসেনি। তবে কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোতেও বইয়ের স্টল দেওয়া হবে। তারপর সমগ্র হিসেব পাওয়া যাবে।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...