বিজেপির আবারও অনুপম-অস্বস্তি
রবিবার দু’দিনের সফরে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক তার আগেই অনুপম হাজরা ঘোষণা করে দিলেন, ২০২৪ সালের লোকসভা ভোটে তিনি বোলপুর কেন্দ্র থেকে লড়বেন। অনুপম হাজরা বলেছেন ‘‘লড়াই করতে গেলে দলের প্রয়োজন হয় না। মানুষ চাইছে। তাই লড়ব।’’
বার বার ‘দলবিরোধী’ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অনুপম। তার জেরে কিছু দিন আগে বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে অপসারিত করা হয় তাঁকে। তৃণমূল ছেড়ে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বিজেপিতে চলে যান অনুপম। সম্প্রতি তৃণমূলের কোর কমিটি নিয়ে অনুপম বলেছেন, ‘‘কাজল শেখ ভাল কাজ করছিলেন। হয়তো অ্যান্টি লবি ওঁর সক্রিয়তা মেনে নিতে পারছিল না।
এটা তৃণমূলের দলীয় ব্যাপার। আমার মন্তব্য করা ঠিক নয়। তবে বোলপুরের এক জন বাসিন্দা হিসাবে মনে হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কাজলকে ছেঁটে ফেলা হল।’’