দেশ বিভাগে ফিরে যান

মূল্যবৃদ্ধির অশনি সংকেত আসন্ন

ফেব্রুয়ারি 3, 2022 | < 1 min read

আশঙ্কা আগেই ছিল, তবে বাজেট পেশ হওয়ার পর সেই আশঙ্কা বদ্ধমূল ধারণায় পরিণত হল। ২০২১-২২ অর্থবর্ষে কেন্দ্রের মোট ব্যয় ও আয়ের ফারাক বাজেট অনুমানের (জিডিপির ৬.৮%) থেকে বেশি (৬.৯%) হবে।


আর, ২০২২-২৩ অর্থবর্ষে ওই ঘাটতির পরিমাণ জিডিপির ৬.৪% হবে। কিন্তু, মজার কথা হল, ৬.৯% ঘাটতি পূরণে আগামী মার্চের মধ্যে সরকার যখন বাজার থেকে ৮.৭৫ কোটি টাকা ধার করার হিসেবে কষছে, তখন ২০২২-২৩ আর্থিক বছরে ৬.৪% ঘাটতি মেটাতে বাজার থেকে ১১,৫৮,৭১৯ কোটি টাকা ধার করতে হবে।


বেশি টাকা ধার করতে হলে সরকারকে বেশি সুদ দিতে হবে। ফলে, তার প্রভাব পড়বে উৎপাদনের খরচ ও পণ্যের দামের ওপর। অন্যদিকে, বাজেটে রান্নার গ্যাস, কেরোসিন প্রভৃতিতে ভর্তুকি প্রায় শূণ্যে নামিয়ে আনা হয়েছে। এবারে ভর্তুকির জন্য বরাদ্দ অর্থের পরিমান কমিয়ে করা হয়েছে ৫৮১৩ কোটি। পেট্রোল-ডিজেলে, শুল্ক-সেস কমেনি। ফলে, পাঁচ রাজ্যের ভোট পর্ব মিটলে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ওই দুই জ্বালানির দাম ফের বাড়াতে শুরু করবে। তখন, মূল্যবৃদ্ধি আরও বাড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare