কলকাতা বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ফুটপাথ দখলমুক্তর অভিযান

জুন 25, 2024 | < 1 min read

শহর কলকাতার নানা জায়গায় জবরদখল করে বসে পড়ছে হকার। আর তা নিয়েই রণংদেহী মেজাজে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতি কাটাতে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। আর তারপরই তৎপর হয় পুলিশ প্রশাসন।সকাল থেকে বিধাননগর পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ড এবং সেক্টর ফাইভে বুলডোজ়ার নিয়ে একাধিক দোকানের কাঠামো ভেঙে দেওয়া হয়।

একই ভাবে কলকাতায় এসএসকেএম হাসপাতাল সংলগ্ন ফুটপাথ দখলমুক্ত করতেও পদক্ষেপ করে প্রশাসন। গড়িয়াহাটেও ফুটপাথ দখল করে থাকা দোকানদারদের বলা হয়েছে এক দিনের মধ্যে সব জিনিসপত্র সরিয়ে নিতে।এদিন একাধিক জায়গায় অভিযানের সময় দেখা যায়, কোনও দোকানের বাইরে ফুটপাথের উপরে বাঁশ পুতে করা হয়েছে ছাউনি। কোথাও ক্রেতাদের জন্য পেতে রাখা হয়েছে বেঞ্চ।

কোনও কোনও দোকানদারকে ফুটপাথের উপরে জলের ড্রাম বা গ্যাস সিলিন্ডার রেখে দিতেও দেখা যায়। সেই সমস্ত কিছুই পুলিশের তরফে অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। দোকানদারদের প্রশাসনিক কর্তাদের স্পষ্ট নির্দেশ, এভাবে ফুটপাথ দখল করে রাখা যাবে না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কবে চলবে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো
FacebookWhatsAppEmailShare
হকারদের জন্য সিদ্ধান্ত নেওয়া ১০ দফা
FacebookWhatsAppEmailShare
ন্যায় সংহিতা আইনের প্রতিবাদে পথে নামবে ওয়েস্টবেঙ্গল বার কাউন্সিল
FacebookWhatsAppEmailShare