বাংলা বিভাগে ফিরে যান

বাংলায় কি এবার রাষ্ট্রপতি শাসন জারি হবে

মার্চ 23, 2022 | < 1 min read

রামপুরহাটের ভয়াবহ হত্যালীলা ফের একবার প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে। আগুনে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে ৮জনকে, এমনটাই অভিযোগ এমনটাই। গত সোমবার রামপুরহাটে একটি পঞ্চায়েতের উপপ্রধানের খুনের ঘটনাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত।


এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন যে বাংলা ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেন, বাংলা সরকারের বিরুদ্ধে আর্টিকেল ৩৫৫ প্রয়োগ করার সময় এসে যাচ্ছে। রাষ্ট্রপতির কাছেও এই দাবি জানানোর কথা তিনি জানিয়েছেন।


প্রসঙ্গত বাম জমানায় তৃণমূলও মাঝেমধ্যেই বাংলায় ৩৫৫ ধারা প্রয়োগের দাবি তুলতেন।
কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকারের কাছে তাঁরা এই দাবি জানাতেন। এবার সেই একই দাবি উঠছে বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare