দার্জিলিংয়ের পর ডুয়ার্সের দরজাও বন্ধ বাংলাদেশি পর্যটকদের জন্য
ডিসেম্বর 17, 2024 < 1 min read
ডুয়ার্স আর কবে ভ্রমণে আসতে পারবেন বাংলাদেশি পর্যটকরা, তাতেই এবার উঠছে বড় প্রশ্ন। কারণ বাংলাদেশি পর্যটকদের হোটেল, হোম স্টে কিছুই ভাড়া দেবেন না আলিপুরদুয়ার জেলার হোটেল, হোম স্টে কর্তৃপক্ষ। গত কয়েক মাস ধরে বাংলাদেশ উত্তপ্ত। ভারত সম্পর্কে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করছে পড়শি দেশ। ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনাও দেখা গিয়েছে। সেই সব কিছুকে সামনে রেখেই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।হোটেল মালিকদের তরফে জানানো হয়েছে, দেশের চেয়ে বড় কিছু হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতের অবদান তো অনস্বীকার্য। অথচ আজ ভারতের পতাকা বাংলাদেশে অপমানিত হচ্ছে। এই অপমান কীভাবে সহ্য করা যায়! আর দেশ মাতৃকাকে যারা অপমান করে তাদের ক্ষমা করার প্রশ্নই ওঠে না। বাংলাদেশের তরফে ভারতের কাছে যতক্ষণ না ক্ষমা প্রার্থনা করা হচ্ছে ততক্ষণ এই বয়কট চলবে।এর আগে শিলিগুড়ির হোটেল মালিক সংগঠনের তরফে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উত্তর ২৪ পরগনার বারাসত, মালদহ শহরের একাধিক হোটেলেও বাংলাদেশিদের থাকতে দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়।
6 days ago
6 days ago
6 days ago
6 days ago
6 days ago
বিল্ডিং প্ল্যান অনুমোদনে বড় সিদ্ধান্তের পথে রাজ্য
বিস্তারিত:
#BuildingPlan #KMC #Councillor #Kolkata #Bengal #NewszNow