বাংলা বিভাগে ফিরে যান

‘জোট করতে দিচ্ছেন না অধীর, সমালোচনায় শরিকরা

জানুয়ারি 25, 2024 | < 1 min read

Image – Hindustan Times

জোট করতে দিচ্ছেন না অধীর চৌধুরী। ক্রমাগত বিষোদ্গার করে চলেছেনমমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এর ফলে লোকসভা ভোটে বাংলায় জোটের সব সমীকরণ ভেস্তে যেতে পারে।। আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ সরাসরি অধীরকেই এর কারণ হিসেবে বলেছেন। তাঁর বক্তব্য, ‘যখনই ইতিবাচক কথাবার্তা এগচ্ছে, তখনই দেখছি, অধীর চৌধুরী তৃণমূল ও মমতা সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন।’ এই বিষয়ে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীকেই জিজ্ঞেস করুন। এটা আমার বিষয় নয়। আমি ব্যাপারটা জানি না। কংগ্রেসের সর্বভারতীয় নেতারা আছেন, তাঁদের জিজ্ঞেস করুন।’ শুধু আপ নয়, শিবসেনার উদ্ধব শিবিরও বলেছেন মমতা ছাড়া বিরোধী জোট অসম্পূর্ণ। মোদি বিরোধী লড়াইয়ে বাংলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে থেকে আরজেডি সাংসদ মনোজ ঝা সকলেই আশা প্রকাশ করেছেন যে, বাংলায় অধীরকে নিয়ে সমস্যা মিটে যাবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare