কলকাতা বিভাগে ফিরে যান

শিশুদের মধ্যে বাড়ছে অ্যাডেনো ভাইরাসের সংক্রমণ

জুলাই 4, 2023 | < 1 min read

Courtesy : Livemint

বর্ষা পড়তেই ফের অ্যাডেনোভাইরাসে সংক্রমিত হচ্ছে শিশুরা। বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আউটডোরে জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে আসা অধিকাংশ শিশুর শরীরে ভাইরাল স্ট্রেন পাওয়া যাচ্ছে। ভরা বর্ষায় এই সংক্রমণ আরও বাড়তে পারে, আশঙ্কা চিকিৎসকদের। কিছু চিকিৎসকের মতে, অ্যাডেনো ভাইরাস গতবছরের থেকে আরও বেশি সংক্রামক ও ছোঁয়াচে হয়ে উঠেছে।

যে শিশুদের বয়স দু’বছরের কম, তাদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বয়স এক বছরের কম বয়সের শিশুদের ভীষণ সাবধানে রাখতে হবে। বড়দের কারও জ্বর-সর্দি-কাশি, গলাব্যথা হলে বাচ্চাদেরকে তার থেকে দূরে রাখতে হবে, কারণ বড়দের থেকেই এই সংক্রমণ শিশুদের মধ্যে ছড়ায়।

অ্যাডেনো সংক্রমণের লক্ষণ থাকলে সতর্ক হোন

জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা তিন দিনের বেশি থাকলেই হাসপাতালে ভর্তি করান শিশুকে।
সর্দি-কাশি, ক্রমাগত নাক দিয়ে জল পড়া, গলা শুকিয়ে যাওয়া, গলায় ব্যথা হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান।
দ্রুত শ্বাস নেওয়া, শ্বাসপ্রশ্বাসের সময় বুক ধড়ফড় করা, এই ভাইরাস সংক্রমণের লক্ষণ।

সতর্ক থাকবেন কীভাবে
এই ভাইরাস নাক-মুখ থেকে বেরোনো ড্রপলেটের মাধ্যমে ছড়াতে পারে। তাই মাস্ক পরার অভ্যাস ফিরিয়ে আনুন। তাছাড়া হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলতে হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আগামী বছর কলকাতা বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানি নয়, অবকাশকালীন বেঞ্চে যেতে বলল কোর্ট
FacebookWhatsAppEmailShare
শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি রাজ্য বিজেপির
FacebookWhatsAppEmailShare