অতিরিক্ত একজোড়া মেট্রো, কাল থেকে শুরু পরিষেবা
যাত্রীদের সুবিধায় এবার থেকে চলবে বাড়তি মেট্রো। প্রতিদিন অতিরিক্ত একজোড়া মেট্রো চলবে। মহানায়ক উত্তমকুমার থেকে আরও সকালে মেট্রো ছাড়বে। ফলে ১৬টি স্টেশন থেকে আরও সকাল সকাল পাওয়া যাবে মেট্রো পরিষেবা।
কখন মিলবে এই বাড়তি মেট্রো পরিষেবা?
মহানায়ক উত্তকুমার থেকে সকালে প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫৫ মিনিটে। এতদিন কবি সুভাষ থেকে সকাল ৬টা ৫০ মিনিটে প্রথম মেট্রো ছাড়ার পর উত্তমকুমারে আসতে প্রায় ৭টা ১০ মিনিট হয়ে যেত। অর্থাৎ টালিগঞ্জ স্টেশনে প্রায় ১৫ মিনিট এগিয়ে আসল প্রথম মেট্রোর সময়। তার ফলে ১৬টি স্টেশন থেকে আরও সকালে মেট্রো পাওয়া যাবে।
অন্য দিকে, ওই একই দিন সকালে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী একটি পরিষেবা চালু করা হচ্ছে বলে মেট্রো জানিয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ট্রেন ছাড়বে সকাল ৭ টা ৫৪ মিনিট।আগামী ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে এই বিশেষ পরিষেবা শুরু হবে। এই শাখায় আপ এবং ডাউন মিলিয়ে সোম থেকে শুক্র পর্যন্ত ২৮৮টি পরিষেবা মেলে, এবার সেই সংখ্যা বেড়ে হবে ২৯০টি।