দেশ বিভাগে ফিরে যান

রাজনীতিতে নামছেন অভিষেক?

জুলাই 17, 2023 | < 1 min read

অমিতাভ ও জয়া বচ্চনের পর এবার পুত্র অভিষেক বচ্চনও আসতে পারেন রাজনীতিতে। বি-টাউনের অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। ভারত সমাচারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জুনিয়র বচ্চন নাকি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি)-তে যোগ দিতে চলেছেন।

উল্লেখ্য, ১৯৮৪ সালে দীর্ঘদিনের ফ্যামিলি ফ্রেন্ড রাজীব গান্ধীর সমর্থনে অভিনয় থেকে বিরতি নিয়ে রাজনীতিতে আসেন সিনিয়র বচ্চন। এলাহাবাদের আসন থেকে ৬৮ শতাংশেরও বেশি ভোট পেয়ে লোকসভা নির্বাচনে জয়ী হন। অন্যদিকে, ২০০৪ সালে প্রথমবার সমাজবাদী পার্টি থেকে সাংসদ নির্বাচিত হন জয়া বচ্চন। ২০০৬ সালের মার্চ পর্যন্ত রাজ্যসভায় উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১২ সালে তৃতীয় মেয়াদ শেষে, ২০১৮ সালে সমাজবাদী পার্টি থেকে চতুর্থবার সাংসদ নির্বাচিত হন জয়া বচ্চন।

উত্তরপ্রদেশে অভিষেকের রাজনীতিতে যোগ দেওয়ার খবরে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। এমনকী আগামী নির্বাচনে এলাহাবাদ কেন্দ্র থেকে অভিষেকের প্রার্থী হিসাবে দাঁড়ানো কথাও শোনা যাচ্ছে। যদিও অভিষেক বচ্চন বা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির তরফে এখনও পর্যন্ত অফিসিয়ালি এ বিষয়ে কিছু জানানো হয়নি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare