বাংলা বিভাগে ফিরে যান

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট বার কাউন্সিলের!

ডিসেম্বর 20, 2023 | < 1 min read

কোর্টের ঘর থেকে রাজনীতির ময়দানে বেশ পরিচিত নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক সাহসী পদক্ষেপ স্পটলাইট এনে ফেলেছে তাঁর ওপর। কিন্তু এবার মহা গেরোয় জড়িয়ে পড়েছেন ধর্মাবতার। আইনজীবীর সঙ্গে অভব্য আচরণের জেরে তাঁর এজলাস বয়কট করে প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমকে নালিশ করলো কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল।

বার কাউন্সিলের সম্পাদক আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক মাননীয় প্রধান বিচারপতিকে একটি চিঠিতে জানিয়েছেন যে জনৈক আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের রোব খুলে নেওয়া ও শেরিফকে দিয়ে তাঁকে সিভিল প্রিজনে পাঠানোর ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করছেন তাঁরা। এই ঘটনা ঘটেছে গত ১৮ই ডিসেম্বর।

চিঠিতে লেখা আছে যে একটি ভুল ডকুমেন্ট দিয়ে দেওয়ার দরুন এরকম অপমানজনক শাস্তি দিয়েছেন বিচারপতি এবং সেই আইনজীবীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি হিয়ারিংয়ের মাধ্যমে।

আইনজীবী মল্লিক দাবি করেছেন যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সব মামলা তুলে নেওয়া হয় এবং প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন যাতে ঘটনার গভীরতা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন তিনি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘গণইস্তফা’ গ্রাহ্য পদত্যাগ নয়, ইস্তফাপত্র দিতে হবে ব্যক্তিগত ভাবে, স্পষ্ট করল রাজ্য সরকার
FacebookWhatsAppEmailShare
দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare