NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

দেশ বিভাগে ফিরে যান

‘ইন্ডিয়া’ থেকে সরানো হোক কংগ্রেসকে, বড় দাবি আপের

ডিসেম্বর 27, 2024 < 1 min read

দেশের রাজনীতি বর্তমানে এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। ভারতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জোট ইন্ডিয়া নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে, যখন আপ নেতারা কংগ্রেসকে এই জোট থেকে বাদ দেওয়ার পক্ষে সুর তুলেছেন। তাদের দাবি, কংগ্রেসের সাথে সম্পর্ক আরও দৃঢ় রাখা দলের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। এই পরিস্থিতি সম্পর্কে আপ নেতারা বলছেন, তাদের দলের নেতারা কংগ্রেসের প্রতি অসন্তুষ্ট এবং এখন তারা ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বাদ দেওয়ার দিকে মনোনিবেশ করেছেন। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সাফ জানিয়েছে, তারা কংগ্রেসের সঙ্গে কোনও জোটে যাবে না।

সম্প্রতিই কংগ্রেস আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে ভুয়ো সরকারি স্কিম দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলে। সূত্রের খবর, অজয় মাকেন সহ একাধিক কংগ্রেস নেতার মন্তব্য নিয়েও ক্ষুব্ধ আম আদমি পার্টি।দিল্লির কংগ্রেস নেতা তথা এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন বুধবার কেজরিওয়ালকে ‘ফারজিওয়াল’ বা ‘জালিয়াত’ বলে কটাক্ষ করেছিলেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোনও মতাদর্শও নেই বলে দাবি মাকেনের।এই নিয়েই আপ নেতাদের এবার দাবি, ইন্ডিয়া জোট থেকে বের করে দেওয়া হোক কংগ্রেসকে। এই নিয়ে ইন্ডিয়া জোটের বাকি নেতাদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছে আপ।

প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের মধ্যে চিড় ধরেছে অনেকদিন আগেই। বিভিন্ন সময়ে জোটশরিকরা ক্ষোভ প্রকাশ করেছে। অধিকাংশ সময়ই তা কংগ্রেসের বিরুদ্ধে। সম্প্রতিই তৃণমূল কংগ্রেসও সুর চড়িয়েছিল। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করা উচিত। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবও সমর্থন করেছিলেন এই প্রস্তাবে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

আগামী কেন্দ্রীয় বাজেটে আয়করে বিশাল ছাড়ের সম্ভাবনা

FacebookWhatsAppEmailShare

লোকসভা ভোটের পরিসংখ্যানের খুঁটিনাটিতে কী কী জানাল কমিশন?

FacebookWhatsAppEmailShare

‘সান্তা’ সাজার শাস্তি! হেনস্থা ডেলিভারি এজেন্টকে

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...