কলকাতা বিভাগে ফিরে যান

আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, কলকাতা হাইকোর্টকে জানাল UIDAI

জুলাই 7, 2024 | < 1 min read

আধার কি নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণপত্র? এনিয়ে নানা সময়ে নানা প্রশ্ন উঠেছে। এনিয়ে কিছুটা বিভ্রান্তিও আছে। তবে এবার এনিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিল ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া( UIDAI)।

UIDAI-এর তরফে আইনজীবী লক্ষ্মী গুপ্ত কলকাতা হাইকোর্টে জানিয়েছেন, যাঁরা ভারতে ১৮২ দিন বসবাস করেছে আধার কার্ড তাঁদের জন্য।

এছাড়া সরকারি প্রকল্পের ভর্তুকি দিতেই এই আধার কার্ড।আইনজীবী আরও বলেছেন, আধার কার্ড দেওয়ার সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই। স্পষ্ট করে তিনি বলেছেন, অনাবাসী, যাঁরা আইন মেনে দেশে প্রবেশ করেছেন, তাঁরা আবেদন করলে আধার কার্ড দেওয়া যেতে পারে।

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আধার নিয়ে মামলার শুনানি হয়। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি আধার কার্ড হঠাৎ নিষ্ক্রিয় হয়ে যাওয়া এবং ফের তা সক্রিয় হওয়া নিয়ে জয়েন্ট ফোরাম এগনেস্ট এনআরসির করা মামলায় আধার নিয়ে অবস্থান জানায় কর্তৃপক্ষ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কলকাতায় এই দশ পুজো না দেখলেই নয়
FacebookWhatsAppEmailShare
আগামী বছর কলকাতা বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানি নয়, অবকাশকালীন বেঞ্চে যেতে বলল কোর্ট
FacebookWhatsAppEmailShare