বাংলা বিভাগে ফিরে যান

সপ্তাহভর বৃষ্টি দক্ষিণবঙ্গে

জুলাই 2, 2024 | < 1 min read

অবশেষে স্বস্তির আবহাওয়া কলকাতায়। গত ২ দিন ধরে ঘূর্ণাবর্তের কারণে কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে। উল্লেখ্য, পূর্ব ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটিই পশ্চিমবঙ্গে প্রভাব ফেলছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সোম থেকে বৃহস্পতিবার মেঘলা আকাশ থাকার পূর্বাভাস দিয়েছে দপ্তর। বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৫ শতাংশ। আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কেন্দ্রীয় পোর্টালে বিপুল সংখ্যক আবেদন, উচ্চ শিক্ষার জন্য বাংলাকে বেছে নিচ্ছে পড়ুয়ারা
FacebookWhatsAppEmailShare
বাংলায় রথযাত্রা – দ্বিতীয় পর্ব
FacebookWhatsAppEmailShare
নরেন্দ্র মোদির বাংলা সম্পর্কে বক্তব্য মুছে দেওয়ার দাবিতে রাজ্যসভার চেয়ারম্যান এবং মহাসচিবকে চিঠি দিল তৃণমূল
FacebookWhatsAppEmailShare