কলকাতা বিভাগে ফিরে যান

অ্যাক্রোপলিস মলে ভয়াবহ আগুন,দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে এল আগুন

জুন 14, 2024 | < 1 min read

ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। এবার অ্যাক্রোপলিস মলের চারতলায় আগুন। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিলো গোটা মলজুড়ে।  তবে ঠিক কী থেকে আগুন তা এখনও জানা যায়নি।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মলের চার তলায় যেখান ‘ফুড কোর্ট’ রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।

আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে।পুলিশ এবং দমকলের তরফে জানানো হয়েছে, ১৫টি ইঞ্জিনের চেষ্টায়  আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ভিতরে কেউ আটকে নেই।

রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন কী কারণে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হবে ও ফরেন্সিক দলকেও কাজে লাগানো হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কলকাতায় এই দশ পুজো না দেখলেই নয়
FacebookWhatsAppEmailShare
আগামী বছর কলকাতা বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানি নয়, অবকাশকালীন বেঞ্চে যেতে বলল কোর্ট
FacebookWhatsAppEmailShare