বাংলা বিভাগে ফিরে যান

স্কুলের পুলকার এবং বাসের জন্য একগুচ্ছ নির্দেশিকা রাজ্য সরকারের

জুন 22, 2024 | < 1 min read

পড়ুয়াদের সুরক্ষায়  স্কুল বাস ও পুলকারগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহণ দফতর। সংশ্লিষ্ট নির্দেশিকা অনুযায়ী, স্কুল বাসে প্রত্যেক পড়ুয়াদের জন্য সিট বেল্ট রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সঙ্গে গাড়িগুলিকে হলুদ ও নীল রং করতে হবে।

এছাড়াও বাস কিংবা পুলকার কোনও গাড়িই অতিরিক্ত পড়ুয়া তুলতে পারবে না। গাড়ি থেকে হাত,মাথা যাতে বের করা না যায় সেই জন্য সুরক্ষিত দরজা-জানলা, বাইরে থেকে দৃশ্যমান কাচ, পর্যাপ্ত আলো, ব্যাগ রাখার জায়গা করতে হবে। পুলকার এবং বাসের জন্য নিয়মিত ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে।

প্রতি স্কুলে একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নিকটবর্তী পরিবহণ অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন। স্কুলের পরিবহণ সংক্রান্ত বিষয় তাঁকে দায়িত্ব নিতে হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৫০ লক্ষ টাকা উড়েছে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে!
FacebookWhatsAppEmailShare
মহালয়া থেকে দশমী, বৃষ্টিতে ভাসবে বাংলা
FacebookWhatsAppEmailShare
‘‌দ্রুতই চালু হবে রাত্তিরের সাথী অ্যাপ’‌, নবান্নে বৈঠকের পর বড় ঘোষণা করলেন মমতা
FacebookWhatsAppEmailShare