বাংলা বিভাগে ফিরে যান

রাজ্যের সরকারি স্কুলগুলি কী বেসরকারিকরণের পথে?‌

ফেব্রুয়ারি 19, 2022 | < 1 min read

রাজ্যের সরকারি স্কুলগুলি কী পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে চলবে?‌ এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কলকাতা থেকে জেলায়। কারণ এই সংক্রান্ত একটি খসড়া ছড়িয়ে পড়েছে শহরে। আর তাতেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

ওই খসড়ায় বলা রয়েছে, সরকার জমি–বাড়ি ও অন্যান্য পরিকাঠামো দেবে। বেসরকারি বিনিয়োগকারীরা পিপিপি মডেলে বাংলা অথবা ইংরেজি মাধ্যমের স্কুল গড়ে তুলবেন। আর তারাই ঠিক করবে, কোন বোর্ডের অধীনে স্কুল হবে এবং তার ‘ফি’ কত হবে। শিক্ষক–শিক্ষাকর্মী নিয়োগও তারাই করবে।

এই খসড়া প্রকাশ্যে আসায় চিন্তার ভাঁজ পড়েছে অভিভাবকদের একাংশের কপালে। তবে শিক্ষা দফতর সূত্রে খবর, এই খসড়ায় কোনও সরকারি নির্দেশিকার নম্বর বা নির্দেশিকা প্রকাশের দিনক্ষণের উল্লেখ নেই, এমনকি কারও সই নেই। ফলে এই খসড়ার কোনও সত্যতাও নেই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare