বাংলা বিভাগে ফিরে যান

সংসদে সাংবাদিকদের প্রবেশের সুযোগ সীমিত করছে কেন্দ্র

ডিসেম্বর 3, 2021 | < 1 min read

সংসদের বর্তমান শীতকালীন অধিবেশন কভার করতে কতজন সাংবাদিক ভিতরে ঢুকতে পারবেন, সেই সংখ্যা বেঁধে দিতে চাইছে মোদী সরকার। সরকার ঠিক করেছে, লটারির মাধ্যমে স্থির করা হবে, কতজন যেতে পারবেন। করোনা সংক্রমণের জন্য গত বছরই সরকার, সংসদে মিডিয়ার লোকজনের প্রবেশে কড়াকড়ি চালু করে।

গত সোমবার চলতি অধিবেশন শুরুর মুখে লটারি সিস্টেম চালু করে ঠিক হয়, লোকসভায় ৬০ ও রাজ্যসভায় ৩২ জন সাংবাদিক ভিতরে যেতে পারবেন। সরকারি ও বাছাই করা মিডিয়া ও এজেন্সির জন্য যথাক্রমে ১১ ও ১০টি করে স্লট থাকবে।

সাংবাদিকদের গতিবিধির ওপর বিধিনিষেধ জারির তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার এর প্রতিবাদে রাজধানীতে প্রেস ক্লাবে জমায়েত হয় সাংবাদিক ও মিডিয়ার লোকজন। কেন্দ্রের এই সিদ্ধান্ত, মানুষের কাছে তথ্য পৌঁছনোয় বাধা দেওয়ার একটি কৌশল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare