বাংলা বিভাগে ফিরে যান

পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ পেতেই বিক্ষোভ বিজেপি-র অন্দরে

ডিসেম্বর 2, 2021 | < 1 min read

কলকাতা পুরসভার প্রার্থী তালিকা প্রকাশের পরই বিক্ষোভ শুরু বিজেপি-র অন্দরে কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের সদ্য প্রয়াত বিজেপি কাউন্সিলর তিস্তা দাস বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাস মঙ্গলবার নির্দল প্রার্থী হিসাবে পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কারণ, বিজেপি সেখানে রাজর্ষি লাহিড়ী নামে অন্য এক জনকে প্রার্থী করেছে।

৮৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিয়েও দলের অন্দরে ক্ষোভ আছে। ওই ওয়ার্ডটি এবার মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে যাওয়ায় সেখানকার বিদায়ী বিজেপি কাউন্সিলর সুব্রত ঘোষ টিকিট পাননি।

এছাড়া ও দু’জন টিকিট না পেয়ে এবং এক জন পছন্দের ওয়ার্ড না পেয়ে দলের রাজ্য দফতরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাদের একজন চন্দ্রশেখর বাসোটিয়া, তাকে বিজেপি এদিন দল থেকে বহিষ্কার করেছে। চন্দ্রশেখর ৪১ নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিট প্রত্যাশী ছিলেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare