বাংলা বিভাগে ফিরে যান

অপয়া হেস্টিংস ছেড়ে মুরলীধর থেকেই পুরভোটে বিজেপি

নভেম্বর 30, 2021 | < 1 min read

বিজেপি-র পুরভোটের ‘ওয়ার রুম’ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত পুরনো দফতরেই। কিন্তু, হেস্টিংসে বহু খরচ করে তৈরি করা পার্টি অফিস ছেড়ে আবারও মুরলীধর সেন স্ট্রিটে প্রত্যাবর্তন কেন? মুখে কিছু না বললেও বঙ্গ বিজেপি নেতৃত্বের মধ্যে গুঞ্জন, গঙ্গার ধারের “পশ” আগরওয়াল হাউস তাদের কাছে অপয়া।


২০১৫ সালে মুরলীধর থেকে কলকাতা পুরসভার ৭ আসন ও ২০১৯-এ বাংলায় ১৮টি সাংসদ পেয়েছিলো বিজেপি। ২০১৯-এর নিরিখে তারা এগিয়ে ছিলো ১২১টি বিধানসভায়। তারপরেই ছন্দপতন, ২০২১-এর বিধানসভায় মুখ থুবড়ে পড়লো বিজেপির বিজয়রথ।
সেই জন্য হেস্টিংসকে ‘সুয়োরানী’ বানিয়ে এবং মুরলীধরের প্রাচীন বাড়িকে ‘দুয়োরানী’ করেছিলো গেরুয়া শিবির।


কিন্তু এখনও হেস্টিংসে বিজেপির নব্য সভাপতি সুকান্ত মজুমদারের আলাদা ঘর নেই। একপ্রকার ছেড়েই দেওয়া হচ্ছে আগরওয়াল হাউস। কিন্তু এই “পয়া” আর “অপয়া”-র টানাপোড়েনে আদৌ বিজেপির কপালে শিকে ছিঁড়বে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে রাজনৈতিক বিশ্লেষকদের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare