দেশ বিভাগে ফিরে যান

নয়ডা বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহনের পর ঝুপড়িতে ঠাঁই ঘরহারাদের

নভেম্বর 29, 2021 | < 1 min read

উত্তরপ্রদেশে ভারতের সর্ববৃহৎ বিমানবন্দরের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কিন্তু ঝাঁ চকচকে বিমানবন্দরের আড়ালে যে অন্ধকার লুকিয়ে তা শিলান্যাসের এলাকা থেকে মাত্র ৭০০ মিটার দূরে গেলেই স্পষ্ট হয়ে যাবে। সেখানে সার সার তাঁবুতে গেরস্থালি শ’খানেক পরিবারের,যাঁদের অধিকাংশই কৃষক।


৫,৭৩০ কোটির বিমানবন্দর প্রজেক্টের জন্য অধিগ্রহণ করা হয়েছে এই পরিবারগুলির জমি-বাড়ি। অধিগ্রহণের সময়ে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস পেলেও গত তিন বছরে প্রাপ্তির ঝুলি শূন্য। শীত, গ্রীষ্ম আর বর্ষাতে এই ঝুপড়িতেই দিন কাটছে পরিবারগুলির!


নিকটবর্তী নাঙ্গলাশরিফ গ্রামের একই অবস্থা, পানীয় জল, বিদ্যুৎ সংযোগ কিছুই নেই।
বিজেপি নেতাদের কথায়, ‘ওঁদের পুনর্বাসনের জন্য আরও সময় লাগবে। চেষ্টা করছি দু’পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টা তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার।’


কিন্তু তিন বছর তো খুব কম সময় নয়, তার মধ্যে কেন পুনর্বাসন পেল না কৃষক পরিবারগুলো? উত্তর নেই সরকার পক্ষের কাছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare