দেশ বিভাগে ফিরে যান

পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল আনছে কেন্দ্র

নভেম্বর 28, 2021 | < 1 min read

দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য হাতানোর নীল-নকশা তৈরি করছে কেন্দ্রীয় বিজেপি সরকার। ‘পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল’-এর খসড়া চূড়ান্ত করে ফেলেছে কেন্দ্র। কিন্তু যৌথ সংসদীয় কমিটিতে অন্য দলগুলির বিরোধিতার মুখে পড়ছে বিজেপি। যৌথ সংসদীয় কমিটির বৈঠকের আগে প্রধানত দুটি দাবিতে লিখিত আপত্তি (ডিসেন্ট নোট) দেওয়া হয়েছে।

প্রথমত, দেশবাসীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার রক্ষাকবচ থেকে কেন্দ্রীয় সরকারি সংস্থাকে ছাড় দেওয়া চলবে না। আর দ্বিতীয়ত, ডেটা সুরক্ষা সংক্রান্ত যে নিয়ন্ত্রক পরিষদ গঠিত হবে, সেখানে রাজ্য সরকারের অধিকার খর্ব করা যাবে না।


বিরোধীদের অভিযোগ, বিলের ৩৫ নম্বর ধারায় যথেচ্ছ অধিকার তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রের হাতে। এই ধারা অনুযায়ী, দেশবাসীর উপর নজরদারির অসীম ক্ষমতা ও স্বাধীনতা তুলে দেওয়া হচ্ছে সরকারি এজেন্সিগুলির হাতে। অর্থাৎ মানুষের ব্যক্তিগত তথ্য নিয়ে তা নিজেদের রাজনৈতিক কাজেও লাগাতে পারে কেন্দ্রের শাসকদল বিজেপি

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare