দেশ বিভাগে ফিরে যান

এবার বদলে যেতে পারে বাঙালির অন্যতম প্রিয় স্থান পুরী

নভেম্বর 16, 2021 | < 1 min read

বাঙালির অন্যতম প্রিয় স্থান পুরী। সময় পেলেই কেউ চলে যান বেড়াতে, কেউ যান জগন্নাথ দেবের দর্শন করতে।

এবার এই পুরীর নাম পালটানোর দাবি উঠল।

হ্যাঁ, আশ্চর্যজনক শোনালেও এটাই সত্যি যে পাল্টে যেতে পারে জগন্নাথদেবের ধাম ‘পুরী’-র নাম।

বহু সংগঠনের থেকে দাবি উঠেছে যে পুরীর নাম পাল্টে ‘জগন্নাথ ধাম পুরী’ বা ‘জগন্নাথ পুরী’ করে দেওয়া হোক।

কয়েকদিন আগে পুরী গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও পুরীর নাম পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন।

অবশ্য, পুরীর নাম না পালটানোর পক্ষেও অনেকে মত দিয়েছেন, যেমন পুরীর গোবর্ধন মঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী।

তার মতে “পুরীর নাম বদলানোর কোনও প্রয়োজন নেই কারণ সারা বিশ্বে পুরী মানেই জগন্নাথ দেবের ধাম। দ্বারকা পুরী, মথুরা পুরী বা অযোধ্যা পুরীর মতো ধামের সঙ্গে পুরী শব্দটি এমনিতেই জড়িত, শুধু জগন্নাথ দেবের ধামের ক্ষেত্রে শুধু পুরী শব্দটি ব্যবহার করা হয়, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ”।

ওড়িশার আধ্যাত্মিক ও রাজনৈতিক মহলে এখন এই বিষয় নিয়ে জোর জল্পনা চলছে

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare