বাংলা বিভাগে ফিরে যান

ধান ক্রয়ে স্বচ্ছতা রাখতে বিশেষ নজরদারির ব্যবস্থা

নভেম্বর 16, 2021 | < 1 min read

নতুন খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়ায় শীর্ষ আধিকারিকদের বিশেষ নজরদারির দায়িত্ব দিচ্ছে খাদ্যদপ্তর।

১৯টি জেলার প্রতিটির জন্য বিভিন্ন পর্যায়ের আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।

খাদ্যদপ্তরের নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, নভেম্বর থেকে আধিকারিকদের প্রতি সপ্তাহে জেলা সফর শুরু করে দিতে হবে।

নজরদারি ও পরামর্শ দিতে আধিকারিকদের সপ্তাহে দু-তিন দিন জেলায় থাকতে হবে।

এই বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের যে কাজগুলি সম্পন্ন করতে বলা হয়েছে, তার মধ্যে অন্য‌তম হল প্রকৃত চাষির কাছ থেকে ধান কেনার বিষয়টিতে নজর রাখা।

এবারের খরিফ মরশুমে প্রায় ৪৬ লক্ষ টন ধান রাজ্য সরকারের উদ্যোগে কেনা হয়েছে। ধান কেনার যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করা হয়েছে।

কৃষকদের স্বার্থেই এই নজরদারির ব্যবস্থা করছে বাংলার খাদ্যদপ্তর।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare