দেশ বিভাগে ফিরে যান

বিলগ্নিকরণ ও বেসরকারিকরণ ক্ষেত্রে লক্ষ্যের ধারেকাছে না পৌঁছনোর আশঙ্কা

নভেম্বর 14, 2021 | < 1 min read

এয়ার ইন্ডিয়া বিক্রির ‘কৃতিত্বকে’ তুলে ধরে সাফল্যের ঢাক পেটাচ্ছেন মোদী সরকারের মন্ত্রীরা।

কিন্তু হিসেব বলছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে সরকারের ঘরে আসছে মাত্র ২,৭০০ কোটি টাকা।

এ পর্যন্ত বেসরকারিকরণ ও বিলগ্নিকরণ থেকে রাজকোষে মোট প্রাপ্তি ৯,৩৩০ কোটি। অর্থাৎ, লক্ষ্যমাত্রার মাত্র ৫ শতাংশ।

যেখানে বাজেটে ওই খাতে আয়ের লক্ষ্য রাখা হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা!

অর্থাৎ, অর্থবর্ষের প্রথম সাড়ে সাত মাস কেটে যাওয়ার পরে ১০ হাজার কোটি টাকাও আসেনি।

মন্ত্রকের উচ্চপদস্থ সূত্রের মতে, এবছর লক্ষ্যমাত্রা ছোঁয়া যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে।

তাদের যুক্তি, অর্থমন্ত্রী বাজেট পেশ করেছিলেন ফেব্রুয়ারিতে। তারপর জুন-জুলাইয়ে কোভিডের দ্বিতীয় ঢেউ আসায় বিলগ্নিকরণ ও বেসরকারিকরণের কাজেও বাধা পড়েছে।

এই পরিস্থিতিতে আয়ের ঘাটতি পূরণ করা অর্থমন্ত্রকের সামনে মস্ত চ্যালেঞ্জ

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare