দেশ বিভাগে ফিরে যান

দীর্ঘদিন ধরে আটকে রেল আধিকারিকদের পদোন্নতি

নভেম্বর 12, 2021 | < 1 min read

রেলের গ্রুপ-বি পদে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পদোন্নতি।

গত ১৪ বছর ধরে জুনিয়ার স্কেলেই কাজ করছেন বহু গ্রুপ-বি পদের অফিসাররা।

এর জেরে পদে পদে অপদস্ত ও হাঁসির পাত্র হতে হচ্ছে সংশ্লিষ্ট আধিকারিকদের।

এই ব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেল বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মাকে দফায় দফায় চিঠি পাঠিয়েছে আধিকারিক সংগঠন, সেখানে চাঁচাছোলা ভাষায় আক্রমণও শানানো হয়েছে।

রেলের ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের গ্রুপ-বি পদের কর্মীদের পদোন্নতি আটকে রয়েছে ২০১৮ সাল থেকেই। এমনই উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট চিঠিতে।

সংগঠন সাফ জানিয়েছে কেন্দ্রীয় সরকারের শিথিলতাই এই বিলম্বের কারণ।

যোগ্যতা থাকা সত্ত্বেও এই অফিসারদের প্রমোশন না হওয়ায় বিপাকে পড়েছে রেল মন্ত্রক

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare