বাংলা বিভাগে ফিরে যান

রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ বেশি দূর পড়াশোনা করেননি, মন্তব্য দিলীপ ঘোষের

নভেম্বর 9, 2021 | < 1 min read

বিতর্কিত মন্তব্যের জন্য কুখ্যাত গেরুয়া শিবিরের বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ফের তিনি বিতর্কে জড়ালেন।

এবার তিনি কি বলেছেন আসুন শুনে নিই –

‘‘কে ক’টা বই পড়েছেন, কার ক’টা ডিগ্রি আছে, আমাদের দেশে এটা কেউ ভাবেননি। সব চেয়ে বড় অশিক্ষিত তো রামকৃষ্ণ দেব ছিলেন। অথচ সবার বাড়িতে তাঁর বই রয়েছে। তাঁর বাণী নিয়েই এগিয়েছে। রবীন্দ্রনাথও খুব বেশি দূর লেখাপড়া করেননি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন মাত্র। এটা ভারতের সংস্কৃতি। যাঁরা দেশকে চিনতে পারেন না, সেটা তাঁদের দায়।’’

সম্প্রতি, দিলীপ ঘোষ এর সঙ্গে তথাগত রায়ের মন্তব্য ও পাল্টা-মন্তব্যের তরজা চলছে।

তথাগতবাবু সম্প্রতি দিলীপ ঘোষকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করেন। তার পরিপ্রেক্ষিতেই রবিবার দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের সামনে জবাব দিতে গিয়ে রামকৃষ্ণ-রবীন্দ্রনাথ সম্পর্কে অশালীন মন্তব্য করেন।

বাংলার মনীষীদের নিয়ে গেরুয়া শিবিরের এইরকম বিতর্কিত মন্তব্য নতুন বিষয় নয়।

তবে, বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে হারের পরও বিজেপির এই সংস্কৃতি নিয়ে কুরুচিকর মন্তব্য অব্যাহত দেখে অবাক রাজনৈতিক মহল

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare