বাংলা বিভাগে ফিরে যান

রাজীব বন্দ্যোপাধ্যায়ের দল ত্যাগের পর দিলীপ ঘোষের ফেসবুক পোস্ট

নভেম্বর 6, 2021 | < 1 min read

একের পর এক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে, এই পরিস্থিতিতে বিতর্ক উস্কে দিল দিলীপ ঘোষের মন্তব্য

রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দেওয়ার পর দিলীপ ঘোষ ফেসবুকে লেখেন, “অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছুজন গিয়েছেন, কিছু এখন রয়েছেন। তারা উৎপাত করছেন। সবাইকে বাদ দেব। এরা চায় না বিজেপি শক্তিশালী হোক।”

পোস্টে কারও নামের উল্লেখ না থাকলেও রাজনৈতিক মহলের মত এই শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যেই।

রাজ্য সভাপতি থাকার সময়ে, একাধিকবার শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বিরোধ প্রকাশ্যে এসেছে।

দিলীপ ঘোষকে না জানিয়ে শুভেন্দুর দিল্লি সফর নিয়ে বিতর্ক তৈরি হয়। দিল্লিতে দলের সভাপতি জেপি নড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের সঙ্গে শুভেন্দুর বৈঠক হলেও রাজ্য সভাপতি হিসেবে তিনি কিছুই জানেন না বলে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন।

বিজেপি সূত্রে জানা যায়, তখন কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে ঘোষ-অধিকারী দূরত্ব কমে।

এই বিতর্ক শুভেন্দু-দিলীপের দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করে দিলো বলে মত রাজনৈতিক মহলের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare