দেশ বিভাগে ফিরে যান

পুনর্গঠনের নামে কেদারনাথ মন্দিরের অর্থ অপচয়

নভেম্বর 2, 2021 | < 1 min read

কেদারনাথ মন্দির পুনর্গঠন প্রকল্পের নামে বিপুল অর্থ অপচয় করছে কেন্দ্রীয় সরকার।

এমনই অভিযোগ করেছেন ৩১ বছর ধরে ওই মন্দিরের সেবায় নিয়োজিত ‘তীর্থ পুরোহিত’ ব্রিজবল্লভ বাগওয়াড়ি।

তিনি জানিয়েছেন যে এত অর্থ অপচয় হয়েছে যে তাতে একটি নতুন কেদারপুরী তৈরি করে দেওয়া যেতো।

কি কি ক্ষেত্রে নষ্ট হয়েছে বরাদ্দকৃত অর্থ? বৃহস্পতিবার সামনে আসা একটি ভিডিওয় তারও খতিয়ান দিয়েছেন ওই পুরোহিত ।

হেলিপ্যাড সম্প্রসারণের জন্য নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের টাকায় গড়ে তোলা রেস্ট হাউস ভেঙে ফেলা হয়েছে।

২০-২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নদীঘাটও ভেঙে ফেলা হয়েছে।

আবার আস্থাপথের দু’ধারে লাগানো সৌর আলোগুলিও আর নেই যে সেখানে অন্য কিছু বসানো হবে।

অর্থাৎ আগের সরকারের তৈরি কোটি-কোটি টাকা দামের পরিকাঠামো ধ্বংস করা হয়েছে।

জনগণের টাকা এইভাবে নয়ছয় এবং দেবস্থানে প্রধানমন্ত্রীর নিজের নাম জাহির করার এই প্রবণতাকে ভালো চোখে দেখছেন না কেদারগামী মহাদেব ভক্তরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare