দেশ বিভাগে ফিরে যান

রেলের প্রকল্পের বাস্তবায়ন করবে বেসরকারি সংস্থা

নভেম্বর 2, 2021 | < 1 min read

রেলের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব সরাসরি বেসরকারি সংস্থার হাতেই তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

এবার থেকে খোলা বাজারে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে লড়াই করেই ছিনিয়ে নিতে হবে কাজের ভার। অর্থাৎ, প্রতিযোগিতা চলবে কার দরপত্র গৃহীত হবে, তা নিয়েই।

আচমকাই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন করেছে রেল বোর্ড। আর তারপরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

একদিকে দেশের বিভিন্ন বিমানবন্দর, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছে কেন্দ্র। অন্যদিকে সারা দেশের ১০৯টি রুটে ১৫১টি বেসরকারি ট্রেন চালানোর সিদ্ধান্তও ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

আবার ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন প্রকল্পের মাধ্যমে দেশের সরকারি সম্পদকে কার্যত বিক্রির পরিকল্পনা করছে কেন্দ্র।

রেল প্রকল্প নিয়ে মন্ত্রকের উল্লিখিত নিয়ম পরিবর্তনের ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি তবে রেল, সেতু কিংবা ফুট ওভার ব্রিজ তৈরির দায়িত্বও সামলাবে বেসরকারি কোনও সংস্থা?

এখন বিরোধীদের প্রশ্ন এক এক করে কি গোটা দেশটাকেই বিক্রি করে দেবে মোদী সরকার?

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare