দেশ বিভাগে ফিরে যান

২০ বছরের রেকর্ড ভাঙলো জ্বালানির মূল্যবৃদ্ধি

অক্টোবর 26, 2021 | < 1 min read

চলতি মাসে ইতিমধ্যেই ১৯ বার বেড়েছে জ্বালানির দাম। সবমিলিয়ে ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পেট্রোলের দাম বেড়েছে প্রায় ২৪ টাকা। ডিজেল ২২ টাকার কাছাকাছি।

পরিসংখ্যান বলছে, গত দু’ দশকে কোনও বছর জ্বালানি তেলের দাম এত বৃদ্ধি পায়নি। এবছর শেষ হতে এখনও মাস দু’য়েক বাকি। ফলে বছরের শেষে দাম কোথায় গিয়ে দাঁড়াবে, তা ভেবেই কপালের ভাঁজ চওড়া হচ্ছে মধ্যবিত্তের।

বাংলার আটটি জেলায় সেঞ্চুরি করে ফেলেছে ডিজেলও। জ্বালানির দামের প্রভাব সরাসরি পড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে। আনাজপাতি থেকে মশলা সবই আরও মহার্ঘ হচ্ছে।

তবে আমজনতার এই কষ্ট নিয়ে হেলদোল নেই মোদী সরকারের। সেস না কমিয়ে তারা ব্যস্ত দায় এড়ানোর খেলায়। মূল্যবৃদ্ধির জন্য তেল সংস্থাগুলির ঘাড়েই বন্দুক রেখেছে পেট্রোলিয়াম মন্ত্রক। আর তেল সংস্থাগুলির যুক্তি আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি। এই যুক্তি-পাল্টা যুক্তির সাড়াশি চাপে হাসফাঁস অবস্থা আমজনতার।

তবে সংশ্লিষ্ট মহলের মতে, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সেস না কমালে পেট্রোলের দাম আরও ১০-১২ টাকা পর্যন্ত বাড়বে। সেক্ষেত্রে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে জ্বালানি তেল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare