দেশ বিভাগে ফিরে যান

এয়ার ইন্ডিয়ার পর নয়া সংস্থা বেসরকারিকরণের লক্ষ্যে মোদী

অক্টোবর 18, 2021 | < 1 min read

এয়ার ইন্ডিয়ার ‘বোঝা’ মাথা থেকে নামিয়েই নতুন লক্ষ্যে ছুটতে শুরু করল নরেন্দ্র মোদীর সরকার।

আগেই ভারত পেট্রলিয়াম, শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া, কন্টেনার কর্পোরেশন, স্টিল অথরিটি অব ইন্ডিয়া (সেইল), হিন্দুস্তান কপারের মতো একঝাঁক সংস্থাকে সম্পূর্ণ অথবা আংশিক বিক্রির টার্গেট নিয়েছে কেন্দ্র। এব্যাপারে আগামী সপ্তাহ থেকেই সক্রিয় হচ্ছে অর্থমন্ত্রকের বিলগ্নীকরণ বিভাগ।

অর্থমন্ত্রক এবং নীতি আয়োগের বেসরকারিকরণের প্রস্তাবিত তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাঙ্ক এবং বিমা সংস্থা। আইডিবিআই ছাড়া আরও দু’টি ব্যাঙ্ক আপাতত এই তালিকায় রয়েছে।

চলতি আর্থিক বছরে বিলগ্নীকরণের মাধ্যমে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা আয় মোদী সরকারের লক্ষ্য। আগস্ট মাস পর্যন্ত সরকারি সংস্থা বিক্রি করে সরকারের আয় হয়েছে মাত্র সাড়ে ৮ হাজার কোটি টাকা। এর সঙ্গে অবশ্য এবার যুক্ত হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিক্রির অর্থ। অর্থাৎ আরও ১৮ হাজার কোটি।

নয়া বিলগ্নীকরণ কর্মসূচিতে সবথেকে বেশি আয়ের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে এলআইসিকে ঘিরে। অন্তত ১ লক্ষ কোটি টাকা আয়ের টার্গেট ধরা হয়েছে।

আগামী ছ’মাসের মধ্যে সরকারি সংস্থা বিক্রির সিংহভাগ পাট চুকিয়ে ফেলাই এই সরকারের লক্ষ্য।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare