বাংলা বিভাগে ফিরে যান

এবার দূর্গা পুজো নিয়ে বিজেপি নেতাদের মতবিরোধ তুঙ্গে

অক্টোবর 6, 2021 | < 1 min read

আজ মহালয়া, শুরু হয়ে গেলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন। কিন্তু এই সময়ে পুজো করা নিয়ে মতবিরোধ শুরু বিজেপির অন্দরে।

দিলীপ ঘোষ পুজোয় বিশেষ আগ্রহী নন। আবার, নব নির্বাচিত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুজোর পক্ষে।

একুশের নির্বাচন ও সম্প্রতি ৩ উপনির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপির পুজো করা নিয়ে সংশয় ছিল।

তবে ছোট করে হলেও এবারও পুজো হবে ইজেডসিসিতে। কারণ পুজো বন্ধ করলে মানুষের কাছে ভুল বার্তা যাবে বলে মত সুকান্ত মজুমদারের।

কিন্তু দিলীপ ঘোষ আর এইসব চাইছেন না। তাই থেকেই বিরোধের সূত্রপাত। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‌দলের কয়েকজন নেতা আগের বছর দুর্গাপুজো করেছিলেন, এবারও করবেন।দলের তরফে কোনও দুর্গাপুজো করা হয় না।’

গত বছর করোনা আবহে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন বিজেপির নেতা–কর্মীরা। বাঙালি বেশে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন নরেন্দ্র মোদী।

তখন আশা ছিল বাংলার ক্ষমতায় আসবেন তাঁরা। কিন্তু একুশের ফলাফল সবকিছু ওলট পালট করে দিলো।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare