খবর বিভাগে ফিরে যান

উপনির্বাচনে ভরাডুবি বিজেপির, তৃণমূলের লক্ষ্য ​বাকি চার আসন

অক্টোবর 3, 2021 | < 1 min read

তিন কেন্দ্রেই বিপুল ভোটে জয় লাভ তৃণমূলের, কিন্তু তাও খাতায়কলমে তৃণমূল এখনও ২১৩-তে। তবে তাদের দাবি, আগামী ২ রা নভেম্বর বিধানসভায় তাদের আসন সংখ্যা ২১৩ থেকে বেড়ে ২১৭ হয়ে যাবে।


বিজেপি শিবির অবশ্য এখনও মনে করছে শান্তিপুর ও দিনহাটা আসন দল ধরে রাখতে পারবে। লড়াই হবে খড়দহ, গোসাবাতেও। তাই বিজেপি-কে খাতায়কলমে কমপক্ষে ৭৭ এ পৌঁছতে গেলে আগামী ২ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।


তবে অন্য হিসেবে অনুযায়ী, বিজেপি এখনই কমে ৭০। বিধানসভা নির্বাচনে বিজেপি শান্তিপুর ও দিনহাটায় জয় পেলেও সাংসদ পদ ধরে রাখতে জগন্নাথ সরকার ও এখন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় বিজেপির সংখ্যাটা ছিল ৭৫।
আর জুন থেকে অক্টোবর এর মধ্যে পাঁচ বিধায়ক বিজেপি ছেড়েছেন।


কৃষ্ণনগর উত্তরের মুকুল রায়, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, বাগদার বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায়, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। প্রথম চার জন ইতিমধ্যেই তৃণমূলে। কৃষ্ণ কল্যাণীও সেই পথে বলেই খবর। এসব হিসেব ধরলে তৃণমূলের সংখ্যা এখনই ২১৮।

আর নভেম্বরের গোড়ায় সেটা কমপক্ষে ২২২ হয়ে যাবে বলে আশাবাদী তৃণমূল শিবির।
কি হবে আর কি হবে না তা জানার জন্য এখন অপেক্ষা আরও এক মাসের

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare