অর্থনীতি বিভাগে ফিরে যান

কোভিড পরিস্থিতিতেও বিপুল অর্থনৈতিক উন্নতি বাংলায়

অক্টোবর 2, 2021 | < 1 min read

কোভিড পরিস্থিতির মধ্যেও বিপুল অর্থনৈতিক বৃদ্ধি বাংলায়। মাথাপিছু আয় বা ‘পার ক্যাপিটা ইনকাম’-এ দেশের মধ্যে সেরা বাংলা। এর আগে জিডিপি বৃদ্ধির হারেও দেশে সেরা নির্বাচিত হয়েছিলো বাংলা।

শুক্রবার অর্থমন্ত্রী অমিত মিত্র টুইটারে জানিয়েছেন, “মাথাপিছু আয়বৃদ্ধিতে দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বাংলা। ২০২০-২১ অর্থবর্ষে বাংলার মাথাপিছু আয়বৃদ্ধি হয়েছে ৭.১৬%। যেখানে গোটা দেশের গড় মাথাপিছু আয় ৩.৯৯% হ্রাস পেয়েছে।” অর্থমন্ত্রীর দাবি, এই তথ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্পষ্ট আর্থিক নীতি এবং নরেন্দ্র মোদির ব্যর্থতাকে প্রতিষ্ঠিত করছে।

২০২০-২১ অর্থবর্ষেই ১০ লক্ষ কোটি টাকার বেশি অর্থনীতির রাজ্যগুলির মধ্যে জিডিপি বৃদ্ধির নিরিখে জাতীয় স্তরে দ্বিতীয় হয়েছিলো বাংলা। জিডিপি বৃদ্ধির নিরিখে বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ এবং কর্ণাটকের মতো তথাকথিত সমৃদ্ধ রাজ্যগুলির থেকে অনেক এগিয়ে ছিলো বাংলা।

জিএসডিপি যুক্ত সাত রাজ্যের মধ্যে শুধু বাংলা এবং তামিল নাড়ুতে জিডিপি বৃদ্ধি হয়েছে ২০২০-২১ অর্থবর্ষে। বাদবাকি সব রাজ্যগুলোর জিডিপি সংকুচিত হয়েছে। ২০২০-২১ সালে ভারতবর্ষের জিডিপিও ৭.৭% সংকুচিত হয়ে গেছে।

কোভিড লকডাউনের সময়ে বাংলার বলিষ্ঠ অর্থনৈতিক ভূমিকা এই সাফল্য এনে দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সেবি প্রধানের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের মহুয়ার
FacebookWhatsAppEmailShare
সেবির চেয়ারপার্সনের নীরবতায় প্রশ্ন হিন্ডেনবার্গের
FacebookWhatsAppEmailShare
মোদি সরকারের আদানি প্রেম, ৪৫ হাজার কোটি টাকা মকুব!
FacebookWhatsAppEmailShare