বাংলা বিভাগে ফিরে যান

রাজ্য বিজেপিতে রদবদলের জল্পনা

অক্টোবর 1, 2021 | < 1 min read

বিজেপির রাজ্য সভাপতি পদে রদবদলের পর, এবার বাংলায় গেরুয়া সংগঠনের চেহারা পুরোপুরি বদলে যেতে পারে।

রাজ্য বিজেপির অনেক নেতাই পদ হারানোর পথে। বিজেপি সূত্রে খবর, রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক পদে আসীন পাঁচজনের মধ্যে অন্তত তিন জনকে তুলনায় কম গুরুত্বের পদে সরানো হতে পারে। তাঁদের জায়গায় আসতে পারে নতুন মুখ যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের একাধিক নেতা।


নতুন পদের দৌড়ে এগিয়ে রয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে, বিজেপি তফসিলি মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস, যুব মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি দেবজিৎ সরকার এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়।


লকেট চট্টোপাধ্যায় কে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করা হতে পারে বলেও জানা গেছে।


তাঁর জায়গায় মহিলা মুখ হিসেবে উঠে আসছে ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রাইয়ের নাম।


পাশাপাশি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে এবার রাজ্যে সহ-সভাপতি করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare