অর্থনীতি বিভাগে ফিরে যান

করোনা পরিস্থিতিতেও পূর্ব ভারতের মধ্যে বাংলার স্টেট জিডিপিই সর্বোচ্চ

সেপ্টেম্বর 29, 2021 | < 1 min read

করোনা অতিমারির মধ্যেও রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধি অব্যাহত রেখে ফের নজির গড়ল বাংলা।


নীতি আয়োগ-এর রিপোর্ট অনুযায়ী, ২০২০-২০২১ অর্থবর্ষে ভারতের মাত্র চারটি রাজ্যে আর্থিক বৃদ্ধি ঘটেছে যার মধ্যে অন্যতম বাংলা।


দেশে ১০ লক্ষ কোটি টাকা বা তার বেশি জিএসডিপি যুক্ত রাজ্যের সংখ্যা সাতটি।
২০২০-২১ অর্থবর্ষে, মাত্র দুটি রাজ্যের জিডিপি বেড়েছে। প্রথম তামিলনাড়ু আর দ্বিতীয় বাংলা। বাকি পাঁচ রাজ্যের জিডিপি সংকোচন হয়েছে।


পূর্ব ভারতের মধ্যে বাংলার স্টেট জিডিপিই সর্বোচ্চ। ২০২০-২১ অর্থবর্ষে তামিলনাড়ুর জিডিপি বেড়েছে ২ শতাংশের কিছু বেশি হারে। আর বাংলার জিডিপি বেড়েছে ১.২ শতাংশ হারে।


উল্লেখ্য, গত অর্থবর্ষে গোটা দেশের জিডিপি ৭.৭ শতাংশ সঙ্কুচিত হয়েছে।
ফলে, অতিমারির প্রভাবে ভারতের অর্থনীতি সংকোচনের মধ্যেও বাংলাই সকলকে পথ দেখাচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
একগুচ্ছ ওষুধের দাম বাড়ল ৫০ শতাংশ! ৫০%, ‘জনস্বার্থে সিদ্ধান্ত’ বলল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
বিশ্ব ক্ষুধা সূচকে ১২৭ দেশের মধ্যে ভারতের স্থান ১০৫,এগিয়ে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাও
FacebookWhatsAppEmailShare