বাংলা বিভাগে ফিরে যান

দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা, বলছে কেন্দ্রীয় রিপোর্ট

সেপ্টেম্বর 16, 2021 | < 1 min read

কেন্দ্রীয় সংস্থা এনসিআরবি ২০২০’ রিপোর্ট অনুযায়ী, অপরাধের নিরিখে দেশের অন্যান্য মেট্রো শহর গুলির মধ্যে ‘নিরাপদতম’ শহর কলকাতা।

গত তিন বছরে নিয়মিত হারে অপরাধের সংখ্যা কমেছে কলকাতায়। প্রতি ১ লক্ষ জনসংখ্যায় কলকাতায় মোট অপরাধের হার ১২৯.৫।

দিল্লিতে এই হার ১৬০৮.৬ আর বিজেপি শাসিত গুজরাতের আহমেদাবাদে এই হার ১৩০০.৫, সুরাটে ১৩০০, মধ্যপ্রদেশের ইন্দোরে ৯১৬.১, উওরপ্রদেশের লখনউ-এ ৬৬৬.৬, গাজিয়াবাদে ৫৩৩.১, কানপুরে ৫২৮.৬।

মেয়েদের বিরুদ্ধে হওয়া অপরাধের সংখ্যাতেও, নিরাপদ কলকাতা শহর। গত এক বছরে কলকাতায় মেয়েদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২,০০১। রাজধানী দিল্লিতে এই সংখ্যাটা হল ৯,৭৮২ আর বেঙ্গালুরুতে ২,৭৩০।

উত্তরপ্রদেশের কানপুরে পণের বলি হয়েছেন ৩০ জন, লখনউ এ ৪৮ জন ও কলকাতায় ৯ জন।

ধর্ষণের সংখ্যা কলকাতার যখন ১১, তখন দিল্লিতে এই সংখ্যা ৯৬৭, মুম্বইয়ে ৩২২, আর উত্তরপ্রদেশের লখনউ-এ ৭৬।

নারীঘটিত সব রকম অপরাধের ক্ষেত্রেই দিল্লির স্থান শীর্ষে, অথচ এই দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার ভার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে।

অপরাধ ও অপরাধী দমনে বাংলা সরকারের অগ্রণী ভূমিকা ও দলীয় প্রভাব ছাড়া পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরিমণ্ডল এই সাফল্য এনে দিয়েছে বলে মত সাধারণ মানুষের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare