ফের পোস্টার! বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও তীব্র
মার্চ 26, 2025 < 1 min read

ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল! দক্ষিণ কলকাতা জেলা সভাপতির নামে ফের পোস্টার। সল্টলেকে অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার। বিজেপি রাজ্য অফিসের সামনে পোস্টার। অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ। দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের নাম করে পোস্টার। পোস্টারে লেখা, তৃণমূলের দালাল অনুপম ও তার দলবলকে জেলা সভাপতি হিসাবে মানছি না। আর দলের অন্যতম প্রধান দফতরের সামনে এই পোস্টারে আরও অস্বস্তি বেড়েছে বিজেপি নেতাদের। দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘অনেকের অনেক রাজনৈতিক ইচ্ছা থাকে। সেটাই স্বাভাবিক। কিন্তু সেজন্য দলের ক্ষতি হয় এমন কিছু করা উচিত নয়। আমাদের দলেও তর্ক বিতর্ক হয়। তবে মারামারি হয় না।’
পশ্চিমবঙ্গে বিজেপির 43টি সাংগঠনিক জেলা রয়েছে ৷ তার মধ্যে ২৫টি জেলায় সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি ৷ এখনও বাকি রয়েছে ১৮টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণার বিষয়টি ৷ যে ২৫ জনের নাম ঘোষণা হয়েছে, তাঁদের মধ্যে ১৭ জন নতুন মুখ ৷ আটজন জেলা সভাপতিকে পুনর্বহাল করা হয়েছে ৷ সেই আটজনের মধ্যে অন্যতম অনুপম ভট্টাচার্য ৷ উল্লেখ্য, জেলা সভাপতি পদে রদবদলের আগে বিজেপি রাজ্যজুড়ে মণ্ডল সভাপতি পদে রদবদল করে ৷ সেই নিয়ে বিভিন্নস্তরে ক্ষোভ ছড়িয়ে পড়ে ৷ সেই ক্ষোভ প্রকাশ্যেও চলে আসে৷ ফলে জেলা সভাপতিদের নাম ঘোষণা নিয়ে গেরুয়া শিবিরে উদ্বেগ বাড়ছিল ৷ কার্যত, সেই উদ্বেগ ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে ৷ ফলে রাজ্য সভাপতির নাম ঘোষণার আগে গেরুয়া শিবিরে চিন্তা বাড়ছে ৷




17 hours ago
1 day ago
1 day ago
1 day ago
1 day ago
দিল্লী-মহারাষ্ট্রে ভোটার কারচুপি? | Voter list SCAM led to BJP's win in Delhi & Maharashtra? | BJP
#BJP #AAP #BharatiyaJanataParty #AamAadmiParty #Delhi #Maharastra #Elections #NarendraModi #ArvindKejriwal #VoterList #ElectionCommission #NewszNow
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow
রাজ্য সভাপতির পদ নিয়ে শুভেন্দু-সুকান্তর খেয়োখেয়ি
#BJP #Bengal #SuvenduAdhikari #NewszNow
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮
#Stampede #KumbhMela #Delhi #NewszNow #NewszNow