মার্চের শেষেই রাজ্যে আসছেন অমিত শাহ
মার্চ 17, 2025 < 1 min read

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন ৷ তার আগে বিজেপির অন্যতম শীর্ষ নেতার এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ ইতিমধ্যে মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা হয়েছে ৷ শুক্রবার, নব-নির্বাচিত ২৫ জন জেলা সভাপতিদের নামও ঘোষণা হয়েছে ৷
সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যে নয়া রাজ্য বিজেপির নয়া সভাপতির নামও জানা যাবে ৷ দলীয় সূত্রে খবর, ২৬ মার্চ বা তার দু’দিন পর বাংলায় পা রাখার সম্ভাবনা রয়েছে শাহের ৷ সম্প্রতি একটি অনুষ্ঠানে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারও তেমন ইঙ্গিত দিয়েছিলেন ৷ তিনিও জানিয়েছিলেন, মার্চে বঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তবে তিনি কোন তারিখে, কতদিনের সফরে আসছেন সেই বিষয়ে নিশ্চিত করে কিছু এখনও জানা যায়নি ৷
বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা জানিয়েছি যে, রাজ্য সভাপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। নেতৃত্বের নির্দেশ এলেই প্রক্রিয়া শুরু করা হবে। ক্যাপ্টেন কে থাকলেন, সেটা বিজেপিতে বড় কথা নয়। বিজেপি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোয়। সেই লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা সবাই মিলে করা হয়। বিষয়টা কেন্দ্রীয় নেতৃত্ব দেখে নেবেন। তাঁদের টপকে আমাদের কারও ভাবতে যাওয়ার দরকার নেই।’ বিজেপি-র পরবর্তী রাজ্য সভাপতি চূড়ান্ত হয়ে গেলেই বাংলা নববর্ষ থেকে জোরদার প্রচার শুরু করে দেবে বিজেপি। বিধানসভা ভোটের আগে এক মুহূর্তও সময় নষ্ট করতে চান না রাজ্য বিজেপি নেতৃত্ব।




19 hours ago
1 day ago
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের - NewszNow
tinyurl.com
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের NewszNow বাংলা -1 day ago
1 day ago
1 day ago
দিল্লী-মহারাষ্ট্রে ভোটার কারচুপি? | Voter list SCAM led to BJP's win in Delhi & Maharashtra? | BJP
#BJP #AAP #BharatiyaJanataParty #AamAadmiParty #Delhi #Maharastra #Elections #NarendraModi #ArvindKejriwal #VoterList #ElectionCommission #NewszNow
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow
রাজ্য সভাপতির পদ নিয়ে শুভেন্দু-সুকান্তর খেয়োখেয়ি
#BJP #Bengal #SuvenduAdhikari #NewszNow
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮
#Stampede #KumbhMela #Delhi #NewszNow #NewszNow