NEWSZNOW বাংলা

March 17, 2025, Monday 09:26:58

বাংলা ENGLISH

দেশ বিভাগে ফিরে যান

ভূতুড়ে ভোটারের তাড়নায় বৈঠক নির্বাচন কমিশনের

মার্চ 16, 2025 < 1 min read

‘ভূতুড়ে ভোটার’ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অভিযোগ জানাতে জাতীয় নির্বাচন কমিশনের দরবারে কড়া নেড়ে ছিল তৃণমূল কংগ্রেস। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূল কংগ্রেসের সভা থেকে মমতা বন্দোপাধ্যায় ভোটার লিস্টের ভূত খুঁজতে কমিটি গঠন করেন। তার পর থেকে ‘ভূতুড়ে ভোটার’ ধরতে এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা। অন্য দিকে, একই এপিক নম্বরে একাধিক ভোটার সংক্রান্ত যে অভিযোগ তৃণমূল করে আসছিলো, ইনিয়ে বিনিয়ে হলেও তা স্বীকার করে নিয়েছে নির্বাচন কমিশন।

ভোটার লিস্টের ভূত খুঁজতে জাতীয় নির্বাচন কমিশ (EC) ১৮ মার্চ একটি বৈঠক ডেকেছে। UIDAI-এর (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) CEO-এর সাথে এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। এই Ghost Hunting বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবও। এর আগে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে EC-র বৈঠকে তাদের জমা দেওয়া নথির ৬ নম্বর পাতায় AADHAR ক্লোনিংয়ের অভিযোগ করা হয়।

তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বিবৃতি দেন, “নির্বাচন কমিশন নিজেদের মুখরক্ষার জন্য এই বৈঠক ডেকেছে। আগামী নির্বাচনের আগে পর্যন্ত আমরা এই বিষয়ে সজাগ থাকব এবং কড়া নজর রাখব। ভুয়ো এপিক নম্বর নিয়ে আলোচনার জন্য সকল বিরোধী দলই সরব হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের উপর চাপ সৃষ্টি করছে।”

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

আইপিএলকে টক্কর দিতে আসরে সৌদি আরব

FacebookWhatsAppEmailShare

আইপিএলের উদ্বোধনে শ্রদ্ধা কাপুর,অরিজিৎ সিং ও বরুণ ধাওয়ানের নাম নিয়ে চর্চা

FacebookWhatsAppEmailShare

গুজরাট দাঙ্গার অভিযোগ অস্বীকার করলেন নরেন্দ্র মোদি

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...