NEWSZNOW বাংলা

March 19, 2025, Wednesday 19:57:53

বাংলা ENGLISH

খেলাধুলা বিভাগে ফিরে যান

ISL-এ লিগ শিল্ড জয়ের আনন্দের মাঝেই মোহনবাগান জুড়ে নির্বাচনী হাওয়া

মার্চ 11, 2025 < 1 min read

শিল্ডজয়ের আবহে ক্লাবে নির্বাচনের ঢাকেও কাঠি পড়ে গেল। আগামী ২০ মার্চ থেকে পাঁচ সদস্যের নির্বাচন কমিটি মোহনবাগান ক্লাবের নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। যার নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির বৈঠকে ঠিক হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত পাঁচ সদস্যের যে কমিটি তৈরি হয়েছে, সেই কমিটির হাতে ২০ মার্চ সমস্ত ক্ষমতা হস্তান্তর করা হবে। সেই কমিটিই নির্বাচনের দিনক্ষণ সব ঠিক করবে।

তারপর সংশ্লিষ্ট কমিটিই নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে। ক্লাব তাঁবুতে মিটিংয়ে উপস্থিত ছিলেন সহ সভাপতি কুণাল ঘোষ, সৌমিক বোস-সহ আরও অনেকে। ছিলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, মানস ভট্টাচার্য প্রমুখ। কুণাল ঘোষ জানান, “আজকের বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০ মার্চ পরবর্তী বৈঠক। সেই বৈঠকে নির্বাচনী বোর্ডকে দায়িত্ব হস্তান্তর করা হবে। যার নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। সেই বোর্ডই সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে হবে এবং তার প্রক্রিয়া কী হবে।” এছাড়া ক্লাব তাঁবুতে উপস্থিত ছিলেন সৃঞ্জয় বোসও।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

BCCI-র সিদ্ধান্ত বদল! বোর্ডের, বিদেশ সফরে পরিবার নিয়ে যেতে পারবেন রোহিতেরা

FacebookWhatsAppEmailShare

আইপিএলকে টক্কর দিতে আসরে সৌদি আরব

FacebookWhatsAppEmailShare

আইপিএলের উদ্বোধনে শ্রদ্ধা কাপুর,অরিজিৎ সিং ও বরুণ ধাওয়ানের নাম নিয়ে চর্চা

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...