NEWSZNOW বাংলা

March 17, 2025, Monday 21:39:28

বাংলা ENGLISH

দেশ বিভাগে ফিরে যান

দেশজুড়ে রেশন ধর্মঘটের হুঁশিয়ারি রেশন ডিলারদের

মার্চ 9, 2025 < 1 min read

এবার দেশজুড়ে রেশন ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন রেশন ডিলাররা। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এই ধর্মঘটের হুঁশিয়ারি বলে খবর। আর তাই আগামী পয়লা এপ্রিল রেশন ডিলাররা নয়াদিল্লি অভিযান করবে। রেশন ব্যবস্থার আমূল পরিবর্তন করা নিয়ে সেখানে তাঁরা আলোচনা করবেন। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রথমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযোগ করতে হবে। তারপর মোবাইল নম্বরের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে।গত ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া বৈঠক করেন দেশের সব রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধার কার্ড, মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্কের পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে রেশন কার্ডকে।

ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে দিতে পরিকল্পনা করা হচ্ছে। কেন্দ্র–রাজ্যের দুই ধরনের রেশন ব্যবস্থার জেরে এই পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার দিচ্ছে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা। আর রাজ্য দিচ্ছে খাদ্যসাথী প্রকল্প। এবার ফেয়ার প্রাইসের পরিবর্তে ওপেন মার্কেট সেলস স্কিমে গ্রাহককে সামগ্রী কিনতে হবে। সেই পথে কেনার পর গ্রাহক তাঁর ভর্তুকির টাকা নিজস্ব অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ঠিক রান্নার গ্যাসের ভর্তুকির মতো।চণ্ডীগড়, পুদুচেরি, লক্ষাদ্বীপ এবং মহারাষ্ট্রে এপিএল গ্রাহকদের এই স্কিম চালু হওয়ায় গণবণ্টন ব্যবস্থা সেখানে উঠে গিয়েছে। এভাবেই গোটা দেশে গণবন্টন ব্যবস্থা তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। আর তারই প্রতিবাদে পয়লা এপ্রিল রাজধানীতে পার্লামেন্ট অভিযান করা হবে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

ট্রেনের তলায় কাটা পড়ছে বাংলা: বরাদ্দ কমাচ্ছে কেন্দ্র

FacebookWhatsAppEmailShare

আইপিএলকে টক্কর দিতে আসরে সৌদি আরব

FacebookWhatsAppEmailShare

আইপিএলের উদ্বোধনে শ্রদ্ধা কাপুর,অরিজিৎ সিং ও বরুণ ধাওয়ানের নাম নিয়ে চর্চা

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...