NEWSZNOW বাংলা

March 17, 2025, Monday 09:27:07

বাংলা ENGLISH

আবহাওয়া বিভাগে ফিরে যান

বাড়বে গরম, মার্চেই তাপপ্রবাহের সতর্কতা

মার্চ 2, 2025 2 min read

মার্চের শুরুতেই প্রবল গরম। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন হেরফের হবে না বলেই পূর্বাভাস। তবে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।রবিবার কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সোমবারও সেই তাপমাত্রায় বদল হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফত। বুধবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। তারপর ২৮ ডিগ্রিতে নামতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।

বৃহস্পতিবার থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা। তবে গরমজনিত অস্বস্তি বজায় থাকছেই। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মার্চের মাঝামাঝি সময়েই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। তাপপ্রবাহের পূর্বাভাসও জারি হয়েছে বেশকিছু রাজ্যে। এদিকে এরাজ্যে শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও আরও চড়বে পারদ। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি।

দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। পাহাড়ি এলাকায় বাড়বে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং, কালিম্পং ছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে বৃষ্টি হবে। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস।দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। বরং আগামী ৭ মার্চ পর্যন্ত বজায় থাকবে গরম। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। কবে বেলা বাড়তেই রোদের দাপট বাড়বে। মার্চে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে লাফিয়ে।

তবে এপ্রিল ও মে মাসে গোটা পশ্চিমবঙ্গেই প্রচণ্ড গরম পড়বে বলে পূর্বাভাস।চলতি বছরে উষ্ণতম ফেব্রুয়ারি দেখা গিয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। গোটা ফেব্রুয়ারিতে গড় তাপমাত্রাই ছিল ২২.০৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। মার্চ থেকে মে মাসের মধ্যে তাপমাত্রা আরও বাড়বে। তাপপ্রবাহের মাত্রাও বাড়বে বলে পূর্বাভাস।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

বর্ষার মোকাবিলায় ১৫০ কোটি টাকা বরাদ্দ রাজ্য প্রশাসনের

FacebookWhatsAppEmailShare

মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজলো কলকাতা

FacebookWhatsAppEmailShare

৪ দিনের বৃষ্টি বাংলায়, বুধবার থেকে ভিজবে কলকাতাও

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...