NEWSZNOW বাংলা

March 16, 2025, Sunday 21:40:11

বাংলা ENGLISH

খেলাধুলা বিভাগে ফিরে যান

২০৩৬ অলিম্পিক্সের জন্য কতটা প্রস্তুত ভারত? সংসদে প্রশ্ন দেবের

ফেব্রুয়ারি 12, 2025 < 1 min read

ভারত ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে। ভারতীয় অলিম্পিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে সরকারিভাবে চিঠি পাঠিয়েছে অলিম্পিক আয়োজনের জন্য। এর পরেই সংসদে প্রশ্ন উঠেছে যদি ভারত অলিম্পিক আয়োজনের বরাত পায়, তবে দেশের প্রস্তুতি কেমন? এই প্রশ্নই এবার অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর কাছে তুলেছেন।দেব তার প্রশ্নে জানতে চান, যদি ভারত ২০৩৬ অলিম্পিক আয়োজনের সুযোগ পায়, তাহলে সরকার কী কী পদক্ষেপ নেবে এবং তাদের পরিকল্পনা কী? তিনি আরও জানতে চান, এই আয়োজনের জন্য সরকার পরিকাঠামোগত দিক থেকে কতটা প্রস্তুত? এছাড়া আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সঙ্গে যৌথভাবে কোনও পরিকল্পনা করা হবে কি না।

ঘাটালের সাংসদের এই প্রশ্নের উত্তরে অবশ্য তাঁরা পরিকাঠামোগতভাবে কতটা তৈরি এই বিষয়ে সরাসরি উত্তর দেননি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। বরং তিনি উন্নয়নের কথা বলতে গিয়ে বেশি জোর দিয়েছেন ‘খেলো ইন্ডিয়া’-সহ সাইয়ের একাধিক পরিকল্পনার বিবরণ দিয়ে। মাণ্ডব্য বলেন, “ক্রীড়া প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া। প্রতিটি রাজ্য সরকারের ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন করা প্রাথমিক কর্তব্য। রাজ্য সরকারকে আবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সাহায্য করে থাকে খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যেমে রাজ্যের স্পোর্টস কমপ্লেক্সগুলোর উন্নয়ন, সিন্থেটিক ট্র্যাক বসানো, সিন্থেটিক হকি ফিল্ড তৈরি, ফুটবল মাঠ, সুইমিং পুল তৈরির ক্ষেত্রে সাহায্য করা হয়।” এছাড়া মন্ত্রী বলেন, “এই উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে আমরা আগামী দিনে ভারতীয় ক্রীড়াবিদদের আন্তর্জাতিক স্তরে ভালো পারফর্মেন্স দেখাতে সক্ষম হব।” ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য এই ধরনের পরিকাঠামোগত এবং প্রশিক্ষণমূলক প্রস্তুতি ভারতীয় ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মঞ্চে আরও সফলতা এনে দেবে, এমন আশা প্রকাশ করেন মন্ত্রী।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

কুস্তি সংস্থা নিষেধাজ্ঞা তুলল ক্রীড়া মন্ত্রক, প্রধানের দায়িত্বে ব্রিজভূষণ-ঘনিষ্ঠ সঞ্জয় সিং

FacebookWhatsAppEmailShare

২০২৭ বিশ্বকাপের আগে কতগুলি একদিনের ম্যাচ খেলবে ভারত?

FacebookWhatsAppEmailShare

তামাক-মাদকের বিজ্ঞাপন করতে পারবেন না কোহলি-গাভাসকররা

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...