NEWSZNOW বাংলা

March 16, 2025, Sunday 21:40:02

বাংলা ENGLISH

খবর বিভাগে ফিরে যান

ট্রাম্পের পথে হেঁটে বেআইনি অভিবাসী ফেরত পাঠাবে ব্রিটেনও?

ফেব্রুয়ারি 11, 2025 < 1 min read

আমেরিকার আঁচ ব্রিটেনে! সম্প্রতি আমেরিকাতে ভোটে জিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মসনদে একের পর নতুন সিদ্ধান্ত নিতে ব্যস্ত বর্ষীয়ান রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। তিনি আগেই জানিয়েছিল ‘আমেরিকাতে একাধিক মানুষ অবৈধভাবে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সবাইকে নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।’ ইতিমধ্যেই আমেরিকা থেকে তাঁদের চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাদের মধ্যে প্রথম দফায় ২০৫ জন অভিবাসীকে আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়েছে। মার্কিন সেনা বিমানে করে সেই সমস্ত অভিবাসীকে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।

এরই মধ্যে ব্রিটেনে সেই আঁচ পৌঁছে গিয়েছে। অবৈধ অভিবাসীদের সেদেশ থেকে বিতাড়িত করতে লেবার পার্টির সরকার ময়দানে নেমেছে। তালিকায় রয়েছে ভারতীয়দের নামও। ইতিমধ্যেই ব্রিটেনে থাকা একাধিক ভারতীয় রেস্তোরাঁ, বিভন্ন অফিস সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। এই অভিযান নিয়ে ইতোমধ্যেই মুখ খুলেছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী কুপার। তিনি বলেছেন, “অভিবাসন আইন অবশ্যই মেনে চলা উচিত”। পূর্ববর্তী কনজারভেটিভ পার্টির সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, “বহুদিন ধরে নিয়োগকারীরা অবৈধ ভাবে শ্রমিক নিয়োগ করে তাদের শোষণ করেছেন। এই সমস্ত শ্রমিক অবৈধভাবে কাজ করে গেলেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।”ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত জানুয়ারি মাসেই ৮২৮টি জায়গায় অভিযান চালানো হয়েছে। গত বছরের জানুয়ারি মাসের তুলনায় এই ধরনের অভিযানের সংখ্যা ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক মাসে গ্রেপ্তার হয়েছেন ৬০৯ জন।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের অনুদানের প্রতিশ্রুতি, কটাক্ষ সুপ্রিম কোর্টের

FacebookWhatsAppEmailShare

দুর্নীতির তালিকায় লজ্জাজনক জায়গায় ভারত?

FacebookWhatsAppEmailShare

আমেরিকায় জন্মালেই নাগরিকত্ব নয়, ট্রাম্পের অভিবাসন নীতিতে আতঙ্কে ভারতীয়রা

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...